আগরতলা: বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পালের হাত ধরে সূচনা হল সিটি সার্ভে প্রকল্পের।প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ড্রোনের মাধ্যমে কিভাবে সার্ভে করা হবে তার প্রদর্শন করা হয়। পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন দেশের ১১২ টি শহরের মধ্যে আগরতলা শহরকেও সিটি সার্ভে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। সিটি সার্ভে প্রকল্পের মাধ্যমে নিগম এলাকার বাসিন্দাদের জায়গা জমির পরিমাপ […]