Posted inরাজ্য

গড়িয়া পূজা উপলক্ষে জনজাতিদের মধ্যে পাছড়া- রিসা বিতরণে ছিলেন

আগরতলা: প্রতিবছর বেশ সাড়ম্বরে রাজধানীর কৃষ্ণনগর নাজির পুকুর পাড় পূজা কমিটি গড়িয়া পূজা করে থাকে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। রীতি নীতি মেনে হয় পূজা। গড়িয়া পূজা উপলক্ষে এই বছর পূজা কমিটির পক্ষ থেকে জনজাতিদের মধ্যে পাছরা ও রিসা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা। মেয়র […]