আগরতলা।।আবারো যান দুর্ঘটনা রাজধানীতে। বৃহস্পতিবার যোগেন্দ্রনগর মহাশক্তি এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক। তার একটি পা ভেঙে ও থেতলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাহারাজগঞ্জ বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। আহত যুবকের নাম নকুল ঋষিদাস। তার বাড়ি আড়ালিয়া পঞ্চবটি এলাকায়। একটি […]