আগরতলা: কেউ যদি নিজেকে জাহির করার চেষ্টা করে সরকারি কাজে বাধা দেয়। তাহলে যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তোয়াক্কা করা হবে না সরকার। আইনি পথে হাটতে বাধ্য হবেন। শুক্রবার একথা সাফ জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী কভার ড্রেনের কাজ পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন মেয়র। […]