আগরতলা ।।তেলিয়ামুড়ায় একটি অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এর বিতর্কিত মন্তব্য ঘিরে প্রতিবাদে সোচ্চার হয়েছে আমরা বাঙালি। তাদের অভিযোগ, সিপিএম হচ্ছে বাঙালি বিদ্বেষী। এরাই হচ্ছে উগ্রপন্থীর স্রষ্টা। এই বিষয়ে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জুনের দাঙ্গার প্রসঙ্গ টানেন। জুনের দাঙ্গায় ৬ হাজার বাঙালি খুন হয়েছে। বাঙালির কোটি কোটি টাকার সম্পদ নাস্তা হয়েছে। খগেন্দ্র জমাতিয়া কে, […]