Posted inরাজ্য

মন্দির উদ্বোধনে আমন্ত্রণ নিয়ে মথা ও কংগ্রেসের ক্ষোভ, বিধানসভায় স্পষ্টীকরণ দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা।।নবরূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদের এবং রাজ পরিবারের কাউকে আমন্ত্রণ না করায় শোরগোর হয়ে উঠে বিধানসভায়। অধিবেশনের শেষ দিনে এ নিয়ে মথা ও কংগ্রেস বিধায়কদের প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী সুশান্ত চৌধুরী , রতন লাল নাথ ও অনিমেষ দেববর্মা। সোমবার উদয়পুরে নবরূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। […]