আগরতলা: সাড়া জাগিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলায় উদ্বোধন হল বিড়লা ওপোস পেইন্টস গ্যালারি মেসার্স পুস্পা ইন্ড্রাস্ট্রী। বুধবার আসাম-আগ্রতলা রোডের পাশে রাজধানীর চন্দ্রপুর বাজারে এর উদ্বোধন হয়। সংস্থার উত্তর-পূর্বাঞ্চলের রিজিওন্যাল ম্যানেজার শুভদ্বিপ মজুমদার জানান, আগরতলায় প্রথম বারের মতো বিড়লা ওপোস ফ্র্যাইঞ্চাইজি স্টোর খোলা হয়েছে। তিনি আশা ব্যক্ত করেন পুস্পা ইন্ড্রাস্ট্রীর সঙ্গে কাজ করে আগরতলায় ব্যবসায় […]