আগরতলা: দীর্ঘদিন ধরে মিলছে না বকেয়া বেতন। হতাশ ত্রিপুরা বিদ্যুৎ নিগমের অধীন একটি বেসরকারি সংস্থার কর্মচারীরা। বুধবার বাধ্য হয়ে কর্মীরা সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এদিকে সংস্থার কর্মকর্তাদের দাবি তারাও নিগম থেকে টাকা পাচ্ছেন না। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম দপ্তরের অধিন বর্তমানে একাধিক সংস্থা কাজ করছে। এই ধরনের সংস্থা গুলির মধ্যে একটি হল ARKI […]