আগরতলা: আশ্বিনের দুর্গা পূজা কিংবা চৈত্রের বাসন্তী পূজার অষ্টমীতে বিভিন্ন জায়গায় হয়ে থাকে কুমারী পূজা। প্রথা মেনে এই পূজা হয়। এবছরও এর অন্যথায় হয়নি। শনিবার বাসন্তী পূজার মহা অষ্টমীতে আনন্দময়ী আশ্রমে হয় কুমারী মায়ের পূজা। মুনি ঋষিরা কুমারী পুজোর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন। প্রকৃতি মানে নারী। সেই প্রকৃতিরই আরেক রূপ কুমারীদের মধ্যে দেখতে পেতেন তাঁরা। […]