Posted inরাজ্য

বাইয়ার-সেলার কনফারেন্স ৩২.৯৫ কোটি টাকার ৪০টি চুক্তি স্বাক্ষর

আগরতলা।।ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্যে ২৫,০০০ হেক্টরেরও বেশি জমিকে সার্টিফায়েড অর্গানিক জমিতে পরিণত করেছে। পাশাপাশি, গত তিন বছরে রাজ্য থেকে ১,৩৩২ মেট্রিক টনেরও বেশি অর্গানিক পণ্য যার মধ্যে রয়েছে সুগন্ধি চাল, বার্ডস আই লঙ্কা, আদা, হলুদ ও আনারস দেশের বিভিন্ন রাজ্য ও বিদেশে রপ্তানি করা হয়েছে আজকের বাইয়ার-সেলার কনফারেন্স মোট ৩৭ জন […]