Posted inরাজ্য

মদ্যপ বাইক চালানোয় দুর্ঘটনা আগরতলা টাউন হলের সামনে

আগরতলা: যান দুর্ঘটনা রাজ্যে কিছুতেই থামছে না। একের পর এক ঘটে চলেছে দুর্ঘটনা। ফের রাজধানীতে পথ দুর্ঘটনা।অভিযোগ রবিবার নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানোর ফলে যান দুর্ঘটনা। ঘটনা আগরতলা টাউন হল সংলগ্ন এলাকায়। জানা যায় এদিন এক বাইক চালক মদমত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে প্রথমে এক যুবককে ধাক্কা দেয়। পরবর্তী সময় বাইক চালক দ্রুত গতিতে গিয়ে একটি […]