আগরতলা: ফুলেল শ্রদ্ধা জানানো হল পশ্চিম জিলা পরিষদের প্রয়াত সভাধিপতি বলাই গোস্বামীকে। বটতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে বুধবার গভীর রাতে চেন্নাই-র অ্যাপেলো হাসপাতালে প্রয়াত হন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। বুধবার রাতে তিনি অ্যাপেলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হন। সেখানেই প্রয়াত হন।শুক্রবার প্রয়াত বলাই গোস্বামীর কফিন বন্দী মৃতদেহ রাজ্যে […]