কুমারঘাট।।কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজ ঊনকোটি জেলাভিত্তিক বর্ষামঙ্গল উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, প্রকৃতির ছয়টি ঋতুই মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারমধ্যে একটি হল বর্ষা ঋতু। বর্ষা ঋতু সৃষ্টির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখে। এই ঋতুতে কৃষকদের বুকে নতুন আশার সঞ্চার হয়। কৃষকরা লাঙ্গল তৈরি রাখে চাষাবাসের জন্য। নদী জলে পুষ্ট […]