আগরতলা: রাজধানীতে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। ঘটনা শুক্রবার রাতে দক্ষিণ রামনগর পিইসি ইটভাটা সংলগ্ন বড় ড্রেনে। জানা গেছে ড্রেনে গাড়ি উল্টে মৃত্যু হল দুই জনের। শুক্রবার রাতে একটি মালবাহী বুলেরো গাড়ি পিইসি ইটভাটা থেকে বর্ডারের দিকে যাচ্ছিল। অভিযোগ গাড়িটির মাত্রাতিরিক্ত গতি ছিল। যার কারনে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। ফলে গাড়িটি রাস্তার পাশে থাকা বড় […]