আগরতলা: একাডেমিক, গবেষণা সহযোগিতা এবং ছাত্র বিনিময় প্রোগ্রামের জন্য মৌ স্বাক্ষর। শুক্রবার এই মৌ স্বাক্ষর হয় ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি, আগরতলার মধ্যে। এদিন এক অনুষ্ঠান হয় ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি, ত্রিপুরা ক্যাম্পাসে। উপস্থিত ছিলেন ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের অধিকর্তা এইচ কে প্রতিহারি, ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি আগরতলার ভাইস […]