Posted inরাজ্য

৫ সাইবার প্রতারককে জালে তুলতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিস

আগরতলা: ৫ সাইবার প্রতারককে জালে তুলতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিস।কয়েক বছর ধরে সাইবার প্রতারণার শিকার হয়েছেন অনেকে। এখনও হচ্ছেন। অনেকেই প্রচুর টাকাও খুইয়েছেন প্রতারণার শিকার হয়ে। বিভিন্ন ভাবে লোকজনের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পুলিসে মাম্নলা হলেও এসবের কোন সুরাহা ঠিক ভাবে হতো না। অবশেষে পূর্ব আগরতলা থানার পুলিস সাইবার প্রতারণা চক্রের সন্ধান পায়। […]