আগরতলা:শুক্রবার থেকে কুমারঘাট মহকুমা ভিত্তিক পাঁচ দিনের পিঠাপুলির উৎসবের সূচনা করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সভাধিপতি অমলেন্দু দাস ,জেলা শাসক তমাল মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক গণ। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠে চলবে এই ঐতিহ্য বাহী পৌষ মেলা।এই উপলক্ষে এদিনের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য দিতে গিয়ে ৫০- পাবিয়াছড়া বিধানসভা […]
