Posted inরাজ্য

কুখ্যাত চোরকে জালে তুলল পূর্ব আগরতলা থানার পুলিস

আগরতলা: কুখ্যাত চোরকে জালে তুলল পূর্ব আগরতলা থানার পুলিস।উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালঙ্কার। শুক্রবার ধৃত সোহেল মিয়াকে আদালতে সোপর্দ করা হয় পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে। ২৫ মার্চ রাজধানীর চিত্তরঞ্জন রোডের বাসিন্দা গৌতম দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরবর্তী সময় বাড়ির মালিক পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পূর্ব আগরতলা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে […]