আগরতলা: দু দিন ব্যাপী নর্থ ইস্ট জাপান ক্যারাভান শুরু হল রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।অনুষ্ঠানের উদ্বোধন হয় শনিবার। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, দিল্লি স্থিত জাপানের দূতাবাসের প্রথম সচিব এবং জাপান ফাউন্ডেশনের অধিকর্তা সহ অন্যরা। সেখানে পরিবেশিত হবে ত্রিপুরা ও জাপানের শিল্প- সংস্কৃতি। এটি হল জাপানি সংস্কৃতি এবং শিল্পের বিভিন্ন দিক উপস্থাপনের […]