Posted inরাজ্য

আগরতলা তোলাকোনা গভর্নমেন্ট ডিগ্রী কলেজের নবীন বিদ্যার্থীদের বরণ অনুষ্ঠান

আগরতলা: আগরতলা তোলাকোনা গভর্নমেন্ট ডিগ্রী কলেজের একাডেমীক ভবনের উদ্বোধন করলেন বিধায়ক রতন চক্রবর্তী।প্রায় ৮৬ লাখ টাকা ব্যয়ে দ্রুততার সঙ্গে ভবনটি তৈরি করা হয়েছে। শনিবার এই উপলক্ষে কলেজে হয় অনুষ্ঠান। এদিন কলেজে চত্বরে একই সঙ্গে বরণ করে নেওয়া হয় নবীন বিদ্যার্থীদের। উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তা অনিমেষ দেববর্মা ,কলেজের অধ্যক্ষ ড: রতন মজুমদার সহ […]