Posted inরাজনীতি

দিল্লিতে ঐতিহাসিক জয় বিজেপির, আপকে গুঁড়িয়ে ইতি টানল ২৭ বছরের প্রতীক্ষায়

আগরতলা: ২০২৫ সালের নির্বাচনে দিল্লি জয় করল বিজেপি। আপ এর ঝাড়ু ঝড় থেমে গেল পদ্মপাঁকে পড়ে। রাজধানীতে ২৭ বছর পর ফের পদ্ম ফুটেছে। অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো আপ হেভিওয়েটরা কড়া লড়াইয়ের সম্মুখীন হয়ে হেরে গিয়েছেন। অপরদিকে কংগ্রেস এবারও প্রায় ‘অপ্রাসঙ্গিক’ দিল্লিতে। বিজেপি এই নির্বাচনে ৪৮টি আসনে জিতেছে, আপ জিতেছে ২২টিতে। মোদী জানিয়েছেন, বিজেপিকে দিল্লির […]