Posted inরাজ্য

ব্রাউন সুগার সহ চার নেশা কারবারিকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ

আগরতলা।।যুব সমাজ এখন ড্রাগস্ এর নেশায় মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছে। ব্রাউনসুগার, হেরোইন এখন যেন খুবই সহজলভ্য তাদের কাছে। পুলিশ বিভিন্ন সময়ে ড্রাগস্ কারবারি ও নেশাগ্রস্তদের আটক করলেও এসবের রমরমা কোনো ভাবেই ঠেকানো যাচ্ছে না। এবার সাদা পোশাকে গোপন খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সহ ৪ যুবককে আটক করে পূর্বা আগরতলা থানার পুলিশ। তাদের কাছে থেকে ব্রাউনসুগার […]