আগরতলা: ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ ২২ দফা দাবিতে গণ অবস্থান সংগঠিত করে দাবি আদায়ে এবার আন্দইলনেই নামতে চলেছে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। বিভিন্ন দাবিতে রাজধানীতে গণ অবস্থান সংগঠিত করবে সংগঠন। সোমবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান নেতৃত্ব। বেকারদের চাকুরি প্রদান করা, অন্যথায় বেকারদের ভাতা প্রদান করা, জাতি বিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর […]