Posted inরাজ্য

বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পূজায় ব্যাপক সাড়া

কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে হয় দেবী জগদ্ধাত্রীর আরাধনা। সেই অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে হয় জগদ্ধাত্রী পূজা। পশ্চিমবঙ্গের চন্দননগরের মতোই রাজ্যের অনেক জায়গায় তিন দিনব্যাপী চলছে এই পূজা। এ বছর বৃহস্পতিবার পড়েছে নবমীর তিথি। ফলে এদিন সর্বত্র পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী, যিনি ‘জগতের ধাত্রী’ বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণকর্ত্রী রূপে পূজিতা হন। আগরতলার উমা মহেশ্বর […]