Posted inরাজ্য

গড়িয়া পূজার ছুটি নিয়ে রাজ্য সরকারের স্পষ্টিকরণ

আগরতলা: গড়িয়া পূজার ছুটি নিয়ে যে বিভ্রান্তি দেখা দিয়েছে তাতে রাজ্য সরকারের স্পষ্টিকরণে বলা হয়েছে, আগে গড়িয়া পূজার জন্য একদিন ছুটি দেওয়া হতো। নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর গড়িয়া পূজার শুরুর দিন এবং পূজার শেষের দিন ছুটি ঘোষণা করা হয়। ফলে গড়িয়া পূজা উপলক্ষ্যে রাজ্য সরকারের ঘোষিত ছুটি দু’দিন। অন্যদিকে গড়িয়া পূজা উপলক্ষে TTAADC তে […]