আগরতলা: এবার দুই মহিলা নেশাপাচারকারীকে জালে তুলল জিআরপি ও আরপিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় তিন লক্ষাধিক টাকার গাঁজা। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়। রবিবার রাতে আগরতলায় জিআরপি থানার পুলিশ এবং আর পি এফ যৌথভাবে অভিযান চালিয়ে গাঁজা সহ দুই মহিলা পাচারকারিকে গ্রেপ্তার করে আগরতলা রেল স্টেশন থেকে। ধৃত দুই মহিলার কাছ থেকে […]