আগরতলা।।আগরতলা শহরে আমারটা সিটি প্রকল্পে বিভিন্ন রাস্তার পাশে চলছে কভার ড্রেন নির্মাণের কাজ। সেই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকেই সরকারি জায়গায় স্থায়ী কনস্ট্রাকশন করে নিয়েছেন। তাই এই সমস্ত জায়গা পরিদর্শনে ছুটতে হচ্ছে মেয়রকে। । শুক্রবার রাজধানীর কের চৌমুহনী থেকে বিদূরকর্তা চৌমুহনী পর্যন্ত রাস্তার পাশে ড্রেন এর কাজ পরিদর্শনে যান তিনি। দেখাযায় সোজা ভাবে ড্রেন […]