আগরতলা: নিয়ম নিষ্ঠার সঙ্গে শনিবার সম্পন্ন বাসন্তী পূজার অষ্টমী। এদিন সকালেই রীতি মেনে পূজা হয় রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে আগরতলায় হয় অষ্টমী স্নান। বাসন্তী মহা অষ্টমীতে পুণ্য লাভের আশায় এইদিন প্রতাপগড় হাওড়া নদীতে স্নান করেন অসংখ্য ভক্ত। পাশাপাশি তারা হাওড়া নদীতে স্নান করে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তিল ও ফল দান করেন। এদিন বিভিন্ন বয়সের পুরুষ […]