আগরতলা : শুক্রবার সকালেই ভূমিকম্পের হালকা কম্পনে কেঁপে উঠল ত্রিপুরা। ঠিক সকাল ১০টা ৮ মিনিট নাগাদ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৫.২।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশে। হঠাৎই মাটির নিচে কম্পন টের পেয়ে আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন বহু মানুষ। আগরতলা, সোনামুড়া, ধলাই, খোয়াইসহ বিভিন্ন মহকুমায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। স্থানীয় বাসিন্দারা জানান, কম্পনটি ছিল কয়েক সেকেন্ডের, তবে তা যথেষ্ট জোরালো ছিল।

অফিস কর্মচারী থেকে গৃহিণী— সকলেই মুহূর্তের জন্য আতঙ্কিত হয়ে পড়েন। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মাঝারি মাত্রার কম্পন উত্তর-পূর্বাঞ্চলে নতুন নয়। ত্রিপুরা ভূমিকম্প-প্রবণ অঞ্চলের উপরেই অবস্থান করছে, ফলে মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এদিকে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটেছে কিনা তা জানার জন্য সংশ্লিষ্ট জেলাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সৌভাগ্যক্রমে বড়সড় বিপদ এড়ানো গেছে বলে জানিয়েছেন প্রশাসন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *