আগরতলা: ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন হেমন্ত ভার্মা। আজ বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, শ্রীভার্মা এর পূর্বে ছত্তিশগড় রাজ্যের ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। তিনি সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, দিল্লি বিদ্যুৎ বোর্ড এবং বিসিএস রাজধানি পাওয়ার লিমিটেডের উচ্চপদস্থ নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন।তার সুপরিচিত কর্মজীবনের সময় তিনি এটিএন্ডসি ক্ষতি হ্রাস, নবায়নযোগ্য শক্তি সংযোজন, চাহিদা-ভিত্তিক ব্যবস্থাপনা এবং গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল সেবায় অগ্রণী উদ্যোগগুলোর নেতৃত্ব দিয়েছেন।

মন্ত্রী হেমন্ত ভার্মাকে নতুন ভূমিকায় স্বাগত জানিয়ে বলেন ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে হেমন্ত বর্মাকে আন্তরিক স্বাগত। উনার বিস্তৃত অভিজ্ঞতা বিদ্যুৎ খাতে আমাদের জন্য উল্লেখযোগ্য সংস্কার এবং গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিয়ে আসবে, আমি এতে নিশ্চিত।ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন হল বিদ্যুতের ট্যারিফ নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ।

এটি গ্রাহকের অভিযোগ বিবেচনা করে নিয়ম-নীতি প্রণয়ন করে, যাতে গ্রাহকদের সুবিধা নিশ্চিত করা যায়, এবং সময়ে সময়ে ডিসকম কর্তৃক প্রদত্ত নীতি ও নির্দেশিকার সঙ্গে সমন্বয় রক্ষা করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *