আগরতলা : হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ থেকে স্কুটি চুরির ঘটনায় তদন্তে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেল আমতলী থানার পুলিশ। এই ঘটনায় আমতলী থানার অন্তর্গত অশ্বিনী মার্কেট এলাকার কুখ্যাত চোর কমল দে-কে গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলার তদন্তকারী অফিসার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সচিন দেববর্মার নেতৃত্বে পুলিশ রিমান্ডে থাকা অভিযুক্ত কমল দে-কে শনিবার গভীর রাতে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমতলী থানার অন্তর্গত মধুবন এলাকার পরিমল নমোর পুত্র সুমন নমোর বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন সুমন নমোর বাড়ি থেকে চুরি যাওয়া দুটি নম্বরবিহীন বাইক উদ্ধার করা হয়। একই সঙ্গে পুলিশ অভিযুক্ত সুমন নমো-কে গ্রেফতার করে।

উদ্ধার হওয়া বাইক দুটি বিভিন্ন স্থান থেকে চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। আমতলী থানার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সুমন নমোকে রবিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। পুলিশের ধারণা, সুমন নমোকে রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালালে বাইক চুরি চক্রের সঙ্গে যুক্ত আরও একাধিক চোরের নাম উঠে আসতে পারে। পাশাপাশি এই ধরনের চুরির ঘটনার পেছনে থাকা মূল মাস্টারমাইন্ডদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

এই ঘটনায় পুলিশের তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। সাম্প্রতিক সময়ে বাইক ও স্কুটি চুরির ঘটনায় উদ্বিগ্ন ছিলেন সাধারণ মানুষ। পুলিশের এই সাফল্যে চুরি চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে বলেই মত পুলিশের আধিকারিকদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *