আগরতলা।।পূর্ব থানা পুলিশের হাতে আটক স্বর্ণের চেইন ছিনতাইকারি । এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, বিশাখা দেবনাথ নামের এক মহিলার অভিযোগ মূলে জানা যায় উনার বাড়িতে কিছু যুবক ধারালো অস্ত্র নিয়ে এসে উনার শরীরে পরিধেয় স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
এই অভিযোগ মূলে পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়। এবং মামলার তদন্তক্রমে শনিবার বিশ্বজিৎ তাঁতি নামে এক যুবককে আটক করে পুলিশ। এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে তার কাছ থেকে ছিনতাই করা স্বর্ণের চেনটি উদ্ধার করা হয়।
পরবর্তী সময় রবিবার তাকে কোর্টে প্রেরণ করা হয় রিমান্ডের আবেদন রেখে।