আগরতলা :বিদ্যা দেবী সরস্বতীর প্রতিমা তৈরিতে মূর্তি পাড়ায় ব্যস্ততা চরমে। আর মাত্র দুইদিন অপেক্ষা।এরপরই বিদ্যার দেবী বাগদেবী সরস্বতীর আরাধনায় মুখর হয়ে উঠবে শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে। সরস্বতী পূজা কে সামনে রেখে মূর্তি পাড়ায় গুলিতে এখন চরম ব্যস্ততা দেখা যাচ্ছে।
বাগদেবী সরস্বতীর প্রতিমায় চলছে শেষ তুলির টান। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাটির কাজে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধীরে ধীরে রং ও নকশায় প্রাণ পাচ্ছে বিদ্যার দেবীর প্রতিমা। স্থানীয় মৃৎশিল্পীরা জানিয়েছেন, বর্তমানে প্রতিভা তৈরির কাজ জোর কদমে চলছে। কাঠামো বাঁধা থেকে শুরু করে মাটি প্রলেপ, রং ও সাজসজ্জার কাজ একে একে সম্পূর্ণ করা হচ্ছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর মূর্তির চাহিদা কিছুটা কম রয়েছে বলে জানিয়েছেন শিল্পীরা। যদিও মূর্তি তৈরির সরঞ্জামের জিনিস পত্রের দাম বৃদ্ধি পেয়েছে, তারপরেও তবে দাম আগের মতই রয়েছে। তবুও ও পূজার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে অর্ডার বাড়বে বলেই আশা প্রকাশ করছেন তারা।
মৃৎশিল্পীরা বলেন, চাহিদা কিছুটা কম থাকলেও স্বরসতী পূজা কে কেন্দ্র করে মূর্তি পাড়ায় উৎসবের আমেজ স্পষ্ট। প্রতিটি প্রতিমা তৈরি করার সময় শিল্পীরা নতুন নতুন স্বপ্ন বুনে যাচ্ছে। মূর্তি তৈরীর সঙ্গে সঙ্গে প্রতিটি পাড়ায় পূজার সাজসজ্জা ও স্থানীয় শিল্পীদের উদ্যোগে শোভা বাড়ানোর কাজেও ব্যস্ত। বিদ্যা দেবীর আগমনের আনন্দে মূর্তি পাড়ায় এখন এক উৎসবমুখর পরিবেশ রূপ নিচ্ছে।
পরীক্ষার সময় পরিবর্তন হওয়ায় কমে গেছে স্বরসতী পূজা। এবং অন্যান্য পূজার মতো রাস্তার মোড়ে মোড়ে সরস্বতী পূজা অনেকটা কম হয়। এমনটাই বলেছেন শহরের এক মৃৎশিল্পী। তবে তিনি জানান, এবার শীত একটু বেশি পড়াতে তারাও বেশি সরস্বতীর প্রতিমা তৈরি করতে পারেননি।
