আগরতলা।।কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, শুধুমাত্র ডিগ্রি অর্জন করলেই হবে না, ছাত্রছাত্রীদের পাশাপাশি সহপাঠ কার্যকলাপে যুক্ত হতে হবে এবং সর্বাগ্রে ভালো মানুষ হতে হবে।আজ মোহনপুর বিধানসভা এলাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের ইংরেজি ও বিজ্ঞান শিখতে হবে, যাতে তারা দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জন করতে পারে। চাকরি না থাকলেও শিক্ষার্থীরা যেন রোজগারের পথ বের করতে পারে। স্বামী বিবেকানন্দও একই কথা জোর দিয়ে বলেছিলেন।তিনি উল্লেখ করেন, একসময় মোহনপুর বিধানসভায় কেবলমাত্র একটি বিদ্যালয় ছিল যেখানে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হতো। এরপর তাঁকে আগরতলায় গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছিল। তখন শিক্ষার পরিকাঠামো এত উন্নত ছিল না।
মন্ত্রী বলেন, স্বামীজির বাণী অনুযায়ী, মেয়েদের অবশ্যই এমন কিছু শিখতে হবে যাতে তারা জীবিকা নির্বাহ করতে পারে। মেয়েদের শিক্ষিত করা হলে তারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে।তিনি আরও বলেন নিজের ক্যারিয়ার ও জীবন কিভাবে গড়ে তুলবেন তা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষকরা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। আজকের দিনে জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। যে দেশে সবচেয়ে বেশি জ্ঞান, সেই দেশই সবচেয়ে উন্নত দেশ। বর্তমানে জ্ঞান নিয়ে প্রতিযোগিতা চলছে। একসময় কোনো শিক্ষা নীতি ছিল না, এখন আমাদের নতুন শিক্ষা নীতি আছে যা ইতিমধ্যে ১১টি দেশ গ্রহণ করেছে | মন্ত্রী বলেন যদি কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস বা আইএএস হন কিন্তু ভালো মানুষ না হন, তবে তার কোনো মূল্য নেই।
তিনি বলেন একসময় মানুষের মধ্যে ধারণা ছিল যে ডাক্তার বেকার হতে পারে? এমন মানসিকতা রাজ্য ও দেশকে বহুদিন ধরে ক্ষতিগ্রস্ত করেছে। একজন ছাত্রছাত্রীকে অবশ্যই ভালো মানুষ হতে হবে—আধ্যাত্মিক, আবেগপ্রবণ ও আত্মনির্ভরশীল। সমস্ত শক্তি তোমাদের ভেতরেই আছে। তোমরা চাইলে সব কিছু করতে পারবে। নিজের পায়ে দাঁড়াতে পারলেই প্রকৃত শিক্ষা অর্জন হবে। ডিগ্রির পাশাপাশি সহপাঠ কার্যকলাপও জরুরি।