আগরতলা।।শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল নব অঙ্গীকার সামাজিক সংস্থা। শুক্রবার এই সংস্থার উদ্যোগে এলাকার শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয় এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে। সমাজে শিক্ষকদের অবদান ও ভূমিকা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এদিনের আয়োজনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী সম্পা সরকার চৌধুরী। সংস্থার সম্পাদক দেবদাস বকসি তাঁর বক্তব্যে জানান, সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অনন্য, তাঁদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতেই এই সংবর্ধনার আয়োজন।
অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালনার জন্য শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন। উপস্থিত শিক্ষকদের হাতে ফুল, উপহার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল এক হৃদয়স্পর্শী মুহূর্ত। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষক দিবসকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে নব অঙ্গীকার সামাজিক সংস্থা।