আগরতলা।।গত ২২ অগাস্ট রাতে রামনগর চার নম্বর রোড এলাকায় একটি দোকানে চুরির ঘটনায় পুলিশ ৩ যুবককে আটক করেছে। ধৃতরা হলো গৌতম সরকার, প্রীতম শীল ও রাজু বিশ্বাস।

মঙ্গলবার সদরের এসডিপিও দেব প্রাসাদ দাস পশ্চিম আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান। পাশেই ছিলেন থানার ওসি রানা চ্যাটার্জি। তবে এই চুরির ঘটনায় আরো এক আসামিকে আটক করতে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানান এসডিপিও।

ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করা গিয়েছে। অধিকাংশই ছিল সিগারেটের বাক্স। ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বেই পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *