আগরতলা।।রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর এলাকায় এক নাবালিকাকে নির্যাতন করে পরিত্যক্ত একটি ঘরে আটকে রাখার ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ। ধৃতের নাম শঙ্কর দাস। বাড়ি দক্ষিণ জয়নগর এলাকায়। পেশায় তিনি মাছ বেবসায়ী।
আমতলী থানার সহযোগিতায় শুক্রবার গভীর রাতে সেকেরকোট এলাকা থেকে তাকে আটক করে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ। ধৃত যুবককে জোর জিগ্গাসাবাদ চালানো হয়েছে। তাকে শনিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। উল্লেখ্য নির্যাতিতা নাবালিকাটি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। দাবি উঠেছে দোষীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। পুলিশ পকসো আইনে মামলা নিয়ে ঘটনার তদন্ত চালিয়েছে।
অভিযুক্ত যুবক ঘটনার পর থেকেই পলাতক ছিল। যদিও মামলা নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।