আগরতলা: এবছর পরিবহণ দপ্তর থেকে রাজ্য সরকারকে সবচেয়ে বেশী রাজস্ব দেওয়া হয়েছে। এর পরিমাণ ১৫৫ কোটি টাকা। ক্যাস্লেস সিস্টেম চালু হওয়ার পরে এতে স্বচ্ছতা এসেছে।

শনিবার দপ্তরের পর্যালোচনা বৈঠক শেষে একথা জানান পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।রাজ্য অতিথিশালায় শনিবার পর্যালোচনা বৈঠক হয় পরিবহণ দপ্তরের। বৈঠকে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন পরিবহণ দপ্তরের সচিব, অতিরিক্ত সচিব, ট্রাফিক সুপার,পর্যটন দপ্তরের অধিকর্তা, গ্রাম উন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, পূর্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য বাস্তুকার, পুলিস সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। বৈঠকে পরিবহণ দপ্তরে চলমান উন্নয়ন মূলক কাজ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বৈঠক থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন সড়ক সুরক্ষার উপরে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয় যাতে যান দুর্ঘটনা কমানো যায়। কেন্দ্রীয় সরকার রাহ বীর নামে প্রকল্প নিয়ে এসেছে। যা কিনা আগে গুড সামারিটান নামে ছিল।

এই প্রকল্পে কোন দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিকে যে বা যারা দ্রুত হাসপাতালে পৌঁছে দেবে তাকে ২৫ হাজার টাকা ও সার্টিফিকেট দেওয়া হবে এককালীন।সারা রাজ্যে প্রায় ১৫০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে পরিবহণ দপ্তরের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *