আগরতলা:মঙ্গলবার দুপুরে আগরতলা বিমান বন্দরে নেমেই শুরু হল ব্যস্ততার নতুন অধ্যায়। নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দর চত্বরে হাজির ছিলেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক রা।
কিছুক্ষণ পর কাচঘেরা ভিআইপি গেট দিয়ে বেরিয়ে এলেন কেন্দ্রীয় জনজাতি মন্ত্রণালয়ের মন্ত্রী জুয়েল ওরাম। আগমনের মুহূর্তে তাঁকে রিসা পরিয়ে স্বাগত জানান ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।জানা গেছে, এই সফরের মূল আলোচ্য—ত্রিপুরার জনজাতি উন্নয়ন, কেন্দ্রীয় প্রকল্পগুলির অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার রূপরেখা।
তবে সূত্রের খবর, জুয়েল ওরামের এবারের সফর শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়। তিনি সরাসরি রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় পরিদর্শনে নামবেন। বিশেষ গুরুত্ব থাকবে পাহাড়ি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জীবন জীবিকার উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের বাস্তব অগ্রগতি পর্যবেক্ষণে।কেন্দ্রীয় স্কিমগুলি কতটা সঠিকভাবে কার্যকর হচ্ছে,কোথায় প্রশাসনিক প্রতিবন্ধকতা থেকে যাচ্ছে—তার বিস্তারিত রিপোর্ট সংগ্রহই মন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য। আগরতলা থেকে শুরু করে একাধিক জেলা ঘুরে সরেজমিনে তথ্য পর্যালোচনা করবেন তিনি।
অভ্যন্তরীণ মহলের অনুমান, কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর ত্রিপুরার জনজাতি উন্নয়নে নতুন দিশা দেখাতে পারে। মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে যৌথ এই পরিদর্শন ভবিষ্যতে রাজ্যের জনজাতি উন্নয়ন প্রকল্পে আরও গতি আনবে বলেও আশাবাদী প্রশাসন ও সাধারণ মানুষ।
উনাকে স্বাগত জানান মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী টিংকু রায়,তাপস ভট্টাচার্য,সহ অন্যান্যরা।।
