আগরতলা: অকালে ঝড়ে গেল আরও এক প্রাণ। ফের দুর্ঘটনায় রাজধানীতে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে রাজধানীর জয়গুরু এলাকায়।
জানা গেছে একটি গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ ঘটে। এতেই মাটিতে লুটিয়ে পড়ে স্কুটি চালক। অভিযোগ গাড়িটি কিছু দূর পর্যন্ত স্কুটি চালককে টেনে নিয়ে যায়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে স্কুটি চালকের নিথর দেহ। স্থানীয় লোকজন ঘটনা দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা ছুটে এসে রক্তাক্ত ব্যক্তিকে জিবিতে নিয়ে যায়। মৃতের নাম দীপঙ্কর ঘোষ। বাড়ি রাজধানীর ইন্দ্রনগর এলাকায়। জানা গেছে দ্বাদশ পড়ুয়া
ছেলে মার সঙ্গে ইন্দ্রনগর এলাকায় রাস্তার পাশে টিফিনের দোকান চালিয়ে সংসার প্রতিপালন করতো। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ঘাতক গাড়ি ও স্কুটি থানায় নিয়ে যায়।