আগরতলা:রাজধানী আগরতলার পশ্চিম থানার পুলিশের তৎপরতায় ফের ধরা পরল এক বাংলাদেশী। সোমবার গোপন খবরের ভিত্তিতে বাবুল মিয়া নামের অবৈধ ভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী বাবুল মিয়াকে পশ্চিম থানার ওসি নেতৃত্বে পুলিশ আটক করেছে।

রাজধানীর কৃষ্ণনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ধৃত বাবুল মিয়াকে আটক করা হয়।সন্দেহমূলক ভাবে কৃষ্ণনগর এলাকায় ঘুরাঘুরি করতে থাকে। এই খবর পুলিশের কাছে আসে। ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশ বাহিনী। পরবর্তী সময় বাবাকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় পত্র জানার পর দেখা যায় সে প্রকৃত অর্থেই বাংলাদেশী নাগরিক। সোমবার সংবাদ মাধ্যমের সামনে এই সংবাদ জানিয়েছেন সদরের এস ডি পি ও দেব প্রসাদ রায়।

এই ঘটনায় পশ্চিম আগরতলা থানায় একটি মামলার নথি ভুক্ত করা হয়েছে। তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা এলাকায়। ধৃত বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বড় কোনো চক্রের সূত্র মিলতে পারে বলেও মনে করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দিচ্ছে পুলিশ।পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। এদিকে, রাজ্যে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত জাগীর মিয়া নামে এক যুবক ধরা পড়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে যুক্ত বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ ও পুলিশ। এরপরও রাজধানীর সীমান্তবর্তী অঞ্চল দিয়ে অনুপ্রবেশ বন্ধ নেই।

বাংলাদেশীরা রাজ্য হয়ে দেশে প্রবেশ করতে নানাভাবে ছক করছে। বেআইনি পথে রাজ্যে ঢুকে চুরি ছাড়াও অন্য কোনও জঙ্গি কার্যকলাপের চেষ্টা করছে কিনা তা তদন্ত করে দেখার দাবি উঠেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *