আগরতলা।।রক্তদান মানে জীবন দান। রক্তদান অন্য সব দানের চেয়ে উর্ধ্বে । বৃহস্পতিবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস ।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যান্যরা ।এই মেগা রক্তদান শিবির কে কেন্দ্র করে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। ১৯৫৯ সালের ১৫ আগস্ট যাত্রা শুরু হয়েছিল বীর বিক্রম সান্ধ্য কলেজের ।এর লক্ষ্য ছিল সরকারি চাকরি বা বিভিন্ন কর্ম ক্ষেত্রে যুক্তদের উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়া ।
আজ ৫৫ থেকে ৫৬ বছর চলার পথে সাফল্য এবং ব্যর্থতার মধ্য দিয়েও এই কলেজ আজ রাজ্যেই নয় গোটা দেশের মধ্যে স্থান করে নিয়েছে । বৃহস্পতিবার বীর বিক্রম মেমোরিয়াল মহাবিদ্যালয় আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথাগুলি বলেন মন্ত্রী সুধাংশু দাস ।
রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আরো বলেন, বিবিএমসি সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান করে নিতে পারার পেছনে কৃতিত্ব রয়েছে রাজ্যবাসীর। রক্তদান প্রসঙ্গে মন্ত্রী বলেন রক্তদান যারা করেন তারা মানুষের জীবন দান করেন । কারণ অন্যান্য দান থেকে এই রক্তদান অনেক উর্ধে । অন্য যে কোনো দান মানুষকে সাময়িক খুশি করে। আর রক্তদান মানুষের জীবন বাঁচায়।
এই রক্তদান উৎসবে রক্ত গ্রুপ এবং রক্ত সঞ্চালনের পদ্ধতির আবিষ্কারক কার্ল লেন স্টেইনার কে স্মরণ করেন মন্ত্রী সুধাংশু দাস। উল্লেখ্য বীর বিক্রম মেমোরিয়াল কলেজের সুবর্ন জয়ন্তী উপলক্ষে গত কয়দিন ধরেই চলছে নানা কর্মসূচি। তারই অঙ্গ হিসাবে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন।