আগরতলা।। বড়দিন উৎসবকে ঘিরে সেজে উঠেছে মরিয়ম নগর। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড় দিন উৎসবের আনন্দের লহর বয়ে চলছে সর্বত্র। খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই পবিত্র উৎসব পালনের জন্য সেজে উঠেছে রাজ্যের বিভিন্ন গির্জার পাশাপাশি মরিয়ম নগর শান্তির রানী ক্যাথলিক গির্জাও।

প্রতিবছরের ন্যায় এবারও বড়দিন উৎসবকে ঘিরে মরিয়ম নগরে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, সমিতির চেয়ারপারসন ঝরনা রানী দাস, সমাজসেবী রাজেশ ভৌমিক,মেলা কমিটির সম্পাদক সহ অন্যান্যরা।সকালে কেক কেটে বড় দিন উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক রতন চক্রবর্তী।

বিধায়ক রতন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ক্রিসমাস ডে আমরা পালন করি উৎসবের মেজাজে। তা শুধু খ্রিস্টানদের মধ্যে আজ আবদ্ধ নেই। এই উৎসব সমস্ত জাতি ধর্ম বর্ণ এর ঊর্ধ্বে উঠে সবাইকে এই মিলন মেলায় এক সূত্রে বেঁধে রেখেছে। সেই সূত্রটির নাম হচ্ছে-বিশ্বাস, প্রেম ও ভালোবাসা।

আজকে আরেকজন মহান পুরুষ ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী শতবর্ষে পা দিলেন। সেই প্রেক্ষিতে তাকে প্রণাম নিবেদন করেন বিধায়ক রতন চক্রবর্তী। অটল বিহারী বাজপেয়ি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের হাতিয়ার হিসেবে ডোনার মন্ত্রক তৈরি করেছিলেন। আজকের বিভিন্ন সোনালী চতুর্ভুজ দিয়ে সমস্ত দেশকে একত্রিত করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। এবার মরিয়ম নগরের মেলা ১৯ বছরে পা দিল।

বিগত বছরগুলোতে এলাকার হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেই এই মেলার আয়োজন করে আসছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বড়দিন উৎসবকে ঘিরে সেজে উঠেছে মরিয়ম নগর। উৎসবকে সুস্থ সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য গত কয়েকদিন ধরে উদ্যোগ তারা মাঠে রয়েছেন। এবার বেলায় প্রায় দুই শতাধিক স্টলে দোকাননীরা রকমারি জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসে গেছেন।

মেলার শান্তি শৃঙ্খলাকে অক্ষুন্ন রাখার জন্য পুলিশ, টিএসআর ও স্কাউট এন্ড গাইড এর স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। লাগানো হয়েছে নানা জায়গায় সিসি ক্যামেরা।পাহাড়ি এলাকায় নানা স্থানে উৎসবকে ঘিরে খাওয়া-দাওয়ার আয়োজন চলছে। এডিসির সদর দপ্তরে খুমুলুঙ্গ সংলগ্ন গ্রামে গ্রামভিত্তিক খাওয়া- দাওয়ার আয়োজন করা হচ্ছে এবার।

তবে প্রতিবছর যে ব্যাপক হারে পূর্ণার্থীর সমাগম হতো মরিয়ম নগরে। এবার নানা কারণে পূর্নার্থীর সমাগম কিছুটা কমতে পারে বলে ধারণা সচেতন মহলের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *