আগরতলা।।বৈষ্ণব টিলায় তৈরি হচ্ছে কমিউনিটি হল। বুধবার সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার ডি কে চাকমা, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর হরিসাধন দেবনাথ, বাপি দাস সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।
প্রায় দশ বছর আগে এই কমিউনিটি হল হল নির্মাণের কাজ শুরু হয়েছিল। তার পর মাঝে ৬ বছরের উপর কাজ বন্ধ থেকে। এখন আগরতলা পুর নিগমের উদ্যোগে পুনরায় কাজ শুরু হয়েছে। এদিন মেয়র কাজের অগ্রগতি , গুণমান খতিয়ে দেখেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন। পরে তিনি সাংবাদিকদের জানান প্রায় ৩ কোটি টাকার প্রকল্প এটি। আগরতলা পুর নিগম শহরবাসীর চিন্তা ভাবনা , চাহিদার কথা মাথায় রেখেই কাজ করে। স্থানীয় মানুষের প্রয়োজন রয়েছে এই কমিউনিটি হলটির। এখানে তারা সংস্কৃতি চর্চা করতে পারবেন।
তাই পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে এই কমিউনিটি হলটির নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। সেই অনুযায়ী পুনরায় কাজ শুরু হয়। মেয়র সংশ্লিষ্ট আধিকারিক ও ঠিকেদারকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার পরামর্শ দিয়েছেন।