আগরতলা: বিধানসভা অধিবেশনের প্রথম দিনই ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। ৩২,৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। বাজেট ভাষণে অর্থমন্ত্রী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা নামে নতুন একটি প্রকল্পের ঘোষণা দেন।
প্রস্তাবিত বাজেটে রাজ্যের সবকটি জনজাতি গোষ্ঠীর সংস্কৃতিকে সংরক্ষণ করার জন্য রাজ্য সরকার জনজাতি বাদ্যযন্ত্রের কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। এই সকল সম্প্রদায়ের জন্য মহকুমা, জেলা এবং রাজ্যস্তরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তার জন্য ৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে চিফ মিনিস্টার রাবার মিশনের আওতায় ২০ হাজার ৭৪৭ হেক্টর জমিতে রাবার চাষ করা হবে।প্রস্তাবিত বাজেটে আমবাসা, কাকরাবন ও করবুকে নতুন ডিগ্রী কলেজ স্থাপনের প্রস্তাব রয়েছে। এছাড়াও আগরতলা, উদয়পুর ও আমবাসায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উন্নত প্রশিক্ষণের সুবিধা সম্পন্ন ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালুর প্রস্তাব রয়েছে বাজেটে। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।২০২৫-২৬ অর্থবছরে কৈলাসহর ও উদয়পুরে দুটি মাল্টিপারপাস স্পোর্টস ইনডোর হল নির্মাণ করা হবে।
গন্ডাতুইসা ও কাকড়াবনে সিনথেটিক ফুটবল টার্ফ বসানো হবে। বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট স্পোর্টস হোস্টেল নির্মাণ করা হবে। এই সময়কালে আরো ৫০ টি ওপেন জিমনেসিয়েম স্থাপন করা হবে বিভিন্ন স্থানে।প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়েছে তপশিলি জাতিভুক্ত ছাত্রদের ছাত্রাবাসে আইটি পরিকাঠামো গড়ে তোলা হবে। তপশিলি জাতিভুক্ত পরিবার গুলির আয় বৃদ্ধি করার জন্য মুরগি ও হাঁস পালন সংক্রান্ত একটি প্রকল্প চালু করার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। মন্ত্রী জানান ২০২৫-২৬ অর্থবর্ষে সকল সভাধিপতিদের কার্যালয়ের জন্য নতুন গাড়ি প্রদান করার প্রস্তাব রয়েছে বাজেটে।
২০২৫-২৬ অর্থবর্ষে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা গ্রহণের জন্য একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা গ্রহণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে বাজেটে। তার জন্য ১৫ কোটি টাকার ব্যয় বরাদ্দ ধরা হয়েছে।