আগরতলা :২০১৪ সালে নরেন্দ্র মোদির দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সারা দেশের সঙ্গে আগরতলা শহরকেও স্মার্ট সিটি হিসেবে ঘোষণা করেছিল। এই সময় রাজ্য সরকার এবং পৌর নিগমের দায়িত্বে ছিল কমিউনিস্টরা। তারা তখন কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আনেনি আগরতলা শহরকে। ইচ্ছে করেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ করেনি কমিউনিস্টরা।
তাদের অদূরদর্শিতার অভাব এবং আন্তরিকতার অভাবের কারণে আগরতলা স্মার্ট সিটি উন্নয়নের মুখ দেখেনি। মঙ্গলবার আগরতলা পুর নিগমের ইস্ট জোনের অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের নবনির্মিত পার্কের ভূমি পূজন এবং ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমিউনিস্টদের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মেয়র দীপক মজুমদার।তিনি আরো বলেন, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিতর পর এবং ২০২১ সালে ভারতীয় জনতা পার্টি আগরতলা পুরো নিগমের দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পের কাজে হাত দেওয়া হয়েছে।
নগর উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর, আগরতলা পুর নিগম, স্মার্ট সিটি প্রকল্প মিশন ও জল বোর্ডের উদ্যোগে আগরতলা পৌর নিগম এলাকায় ব্যাপক উন্নয়নের কাজ চলছে।আগরতলা শহরে এখনো ১৭ হাজার পরিবারের বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া যায়নি।এর জন্য শহরের নাগরিকরাও দায়ী কারণ জল অপচয় করার জন্যেই এই পরিবারগুলোকে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া যায়নি।তবে তিনি বলেন আগামী এক বছরের মধ্যে আগরতলা শহরের সব নাগরিকরা বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে আগরতলা পৌর নিগম এবং জল বোর্ড।
মেয়র আরো বলেন, বর্তমানে আগরতলা শহরে রাস্তা,ড্রেইন, বিদ্যুৎ, পানীয় জল,নতুন করে পার্ক সংস্কার, ওপেন জিম,আন্ডার গ্রাউন্ড ক্যাবলের বিদ্যুৎ লাইন সহ ব্যাপক উন্নয়নের কাজ চলছে। যা আগে আগরতলা শহরের মানুষ এত উন্নয়ন একসঙ্গে দেখেনি। এবং সম্পূর্ণ পরিকল্পনা মাফিক উন্নয়ন চলছে।তিনি বলেন, এর জন্য নাগরিকদের ধৈর্য ধরতে হবে এবং সরকার এবং পৌর নিগমকে সময় দিতে হবে। আগে সামান্য একটু ঝড় বৃষ্টি হলেই শহরের বিদ্যুৎ চলে যেত।এখন আন্ডার গ্রাউন্ড ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের লাইনের কাজ চলছে।
যার ফলে আগামী দিন ঝড় বৃষ্টির সময় বিদ্যুতের ব্যাঘাত ঘটবে না। শহরের বিভিন্ন পার্ক গুলিকে সংস্কার করা হচ্ছে। পাশাপাশি নতুন পার্ক তৈরি করা হচ্ছে। একসঙ্গে ওয়ার্ড অফিস ও তৈরি করা হচ্ছে। ৬৫ কোটি টাকা ব্যয়ে কলেজ লেক কে দেখার মত করে সাজানো হয়েছে। কার পাশাপাশি হাওড়া নদীর রিভার প্ল্যান্টে শন কাজ প্রায় শেষের পথে।মেয়র জানান, ২৫ নং ওয়ার্ডের যে জায়গায় পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই জায়গাটি ছিল পরিত্যক্ত, সেখানে দূষিত জল এবং মশার উপদ্রব ছিল।
ওয়ার্ডের কর্পোরেটরের একান্ত সহযোগিতায় এবং এলাকাবাসীর সহায়তায় এই পার্ক নির্মাণ করা হচ্ছে। রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতীয় জনতা পার্টির সরকার এবং আগরতলা পৌর নিগম জনগণের কাছে দায়বদ্ধ। আর এই দায়বদ্ধতা থেকেই আগরতলা শহরকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে।যা আগামী দিনেও এই পরিকল্পনা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
