আগরতলা:বাংলাদেশের সর্বনাশ ঢেকে আনছে সে দেশের মৌলবাদীরা। ওরা বুঝতে পারছে না কি সর্বনাশ অপেক্ষা করছে তাদের জন্য। বাংলাদেশের অস্তিত্ব বিলীন করে ফেলবে তারা।
বৃহস্পতিবার আগরতলার ধলেশ্বরের প্রান্তিক ক্লাবের উদ্যোগে প্রান্তিক উৎসবে অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের সামনে এই কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন,বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে এবং মৌলবাদী মানসিকতা সম্পন্ন লোক গুলির মনুষ্যত্বের বিনাশ হয়েছে এবং বিনাশের দিকে যাচ্ছে।
বাংলাদেশের আর্থিক অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। মৌলবাদীরা বাংলা দেশের অস্তিত্ব কে শেষ করে ফেলবে।মৌল বাদীরা ভাবছে সংখ্যা লঘুদের উপর আক্রমণ অত্যাচার করে বেঁচে যাবে।এদের কাউকে ছাড়া হবে না। বাংলা দেশে আইসক্রিম কলা পরিস্থিতি ক্রমশ অব নতির দিকে যাচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় জনবহুল এলাকায় বোমা হামলা সহ অগ্নিসংযোগ করছে সন্ত্রাসীরা।
সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা মহকুমা সনাতন ধর্মাবলম্বী দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে নিন্দার ঝড় উঠেছে। ধারাবাহিকভাবে সংখ্যালঘুদের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করতে চরম ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে সংখ্যালঘু জনগোষ্ঠীর অহিংস গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জোরালো দাবি এবং এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকল দোষীদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।
