আগরতলা:বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোঃ ইউনূসের পদত্যাগের ডাক দিলেন সনাতন হিন্দু সেনা সদস্য- সদস্যারা। রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ সনাতনী হিন্দু সেনারা।

হিন্দু সেনাদের অভিযোগ, বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী মৌলবাদী রাজত্ব কায়েম হয়েছে। মৌলবাদীদের নেতৃত্ব দিচ্ছেন ভারত বিরোধী মোঃ ইউনুস। শনিবার সকালে বাংলাদেশের মৌলবাদী সরকার উৎখাতের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে সনাতন হিন্দু সেনা ত্রিপুরা প্রদেশ কমিটি। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সনাতন হিন্দু সেনার কর্মী সমর্থকরা রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনে গণ ধর্নায় শামিল হন।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পুলিশ প্রশাসনের বাধায় হিন্দু সেনার কর্মী সমর্থকরা সহকারী হাইকমিশনের অফিসের প্রবেশ করতে পারেনি। তবে রাজপথে বসে তারা বিক্ষোভ প্রদর্শন করে স্লোগান দিতে থাকে, হিন্দু ভাইয়ের রক্ত হবে নাকো ব্যর্থ। মহম্মদ ইউনুস তুমি পদত্যাগ কর। মৌলবাদীর বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারী দেন ।সংবাদ মাধ্যমের সামনে হিন্দু সেনার কার্যকর্তারা বলেন, বাংলাদেশের মৌল বাদীরা যেভাবে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে সনাতন হিন্দুরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা হুশিয়ারি দেন আর কোনদিন যেন হিন্দু সমাজের উপর অত্যাচার, নির্যাতন ও আক্রমণ সংঘটিত না হয়।

তারা বলেন সম্প্রতি এক হিন্দু ভাই দিপু চন্দ্র দাস কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান। তারা বলেন হিন্দু সনাতনী সমাজ আজ জেগে উঠেছে। আর চুপ করে বসে থাকবে না। প্রত্যেক হিন্দু ভাইয়ের বুকে আগুন জ্বলছে। কিন্তু সনাতন হিন্দুরা সব সম্প্রদায়কে বুকে আলগা রাখে। তারা দাবি জানাই অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে।

তবে শান্তি ভঙ্গের আশঙ্কায় সনাতন হিন্দু সেনাদের বাংলাদেশ সহকারি হাইকমিশনের অফিসের কাজে যেতে দেওয়া হয়নি।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সনাতনী হিন্দু সেনাদের স্মারক লিপি পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের নিকট পৌঁছে দেওয়া হয় বলে কার্যকর্তারা জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *