আগরতলা: প্রতিবছরের মতো এবারো যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালিত হয় হনুমান জয়ন্তী। রাজ্যের বিভিন্ন জায়গায় হনুমান জয়ন্তী পালিত হয়। চৈত্র পূর্ণিমা দিনে রাম ভক্ত হনুমানের জন্ম হয়েছিল।
তাই এই দিনটিকে হনুমান জয়ন্তী হিসাবে পালন করা হয়। চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীতে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় এদিন হনুমানের বিশেষ পূজা করা হয়। রাজধানীর দুর্গা চৌমুহনী সবজি, মৎস্য ও ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় হনুমান পূজা। এইদিন নিয়ম মেনে সকালে করা হয় পূজা। সন্ধ্যায় বিতরণ করা হবে মহা প্রসাদ। অপরদিকে রামনগর ৪ নং রোডের শেষ প্রান্তে সনাতন একতা মঞ্চের উদ্যোগে করা হয় হনুমান পূজা।ধলেশ্বর একটি বেসরকারি প্রতিষ্ঠান GS ফিটনেস জিমে এনিয়ে চতুর্থ বারের মতো নিয়মনীতি মেনে ঘটা করে পালন করা হয় হনুমান জয়ন্তী।।
সনাতন একতা মঞ্চের পুজোকে কেন্দ্র করে সন্ধ্যায় রাম সীতা লক্ষণকে নিয়ে শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রত্যেক জায়গায় লোকজনের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।