আগরতলা : আসন্ন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনকে সামনে রেখে আগরতলার আসাম রাইফেলস ময়দানে শনিবার প্যারেড প্রস্তুতির চূড়ান্ত মহড়া সম্পন্ন হয়েছে। শেষ দিনের মহড়া পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যান কর। তিনি প্যারেডের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখেন।
এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিজিপি জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানস্থল সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন, নজরদারি এবং নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্পষ্ট করেন তিনি। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্যারেড প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি শেষ হয়েছে।
